শনিবার ২৬ জুলাই ২০২৫ - ১৭:১৭
সাকিফার আলোচনার পেছনে ছিল সুপরিকল্পিত খিলাফত প্রস্তুতি — বললেন মিসরের আলেম মাহমুদ আবু রিয়ায

সাকিফার মাত্র দুই-তিন ঘণ্টার আলোচনা থেকেই যদি কেউ মনে করে আবু বকরের খিলাফত স্থাপিত হয়েছে, তবে সেটা ঐতিহাসিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়া হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বরেণ্য আলেম মাহমুদ আবু রিয়ায একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সাকিফায় আবু বকরের খিলাফত লাভ নিয়ে। তাঁর মতে, সাকিফার মাত্র দুই-তিন ঘণ্টার আলোচনা থেকেই যদি কেউ মনে করে আবু বকরের খিলাফত স্থাপিত হয়েছে, তবে সেটা ঐতিহাসিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়া হবে।

আবু রিয়ায বলেন, আবু বকরের খিলাফত সাকিফার ক্ষণিক বৈঠকের ফল নয়; বরং এর আগেই তার খিলাফতের সব প্রস্তুতি সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছিল। সাকিফা ছিল কেবল সেই পরিকল্পনার চূড়ান্ত রূপায়ণের স্থান।

তিনি আরও বলেন, শুধু এক-দুই ঘণ্টার আলোচনা, কিছু মতভেদ বা তর্ক-বিতর্ক এমন একটি বড় রাজনৈতিক সিদ্ধান্তে গড়ে ওঠা সম্ভব নয়। এর পেছনে দীর্ঘ পরিকল্পনা এবং শক্তিশালী কৌশলগত সমর্থন ছিল বলেই খিলাফতের প্রশ্নটি এত দ্রুত নিষ্পত্তি হয়।

আলোচনার সময় আনসারগণ, যারা নবী (সা.)-এর আগমনের সময় থেকেই ইসলামের একজন গুরুত্বপূর্ণ ভিত ছিলেন, নিজেরাই খিলাফতের প্রসঙ্গ তোলেন এবং তাদের নেতা হিসেবে সা'দ ইবনে উবাদাহ-কে প্রস্তাব করেন।
আবু রিয়াযের মতে, আনসাররা বাস্তবতা সম্পর্কে অবগত ছিলেন। তারা জানতেন, কুরাইশ গোত্র কখনোই হযরত আলী (আ.)-এর খিলাফত মেনে নেবে না, যদিও তিনিই নবীর (সা.) ঘনিষ্ঠতম আত্মীয় ও সাহসী সাহাবীদের একজন ছিলেন।

আনসারদের মনে আরও একটি আশঙ্কা কাজ করছিল। তারা উপলব্ধি করেছিলেন যে, যদি খিলাফত কুরাইশদের হাতে চলে যায়, তবে কুরাইশরা অতীতের যুদ্ধে (যেমন বদর, উহুদ ইত্যাদি) আনসারদের হাতে নিহত হওয়া আত্মীয়দের প্রতিশোধ নিতে পারে। কারণ, ঐসব যুদ্ধে বহু কুরাইশ নেতা আনসারদের হাতে নিহত হয়েছিলেন।

আলেম মাহমুদ আবু রিয়াযের এই বক্তব্য ইতিহাসে খিলাফতের শুরুর সময়ের রাজনীতি ও কৌশল নিয়ে নতুন আলোচনার পথ খুলে দিতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha